ইউনিক্সঃ ডিরেক্টরি ব্যবস্থাপনা (Unix folder/directory Management)

রিদওয়ান বিন শামীম

 

ডিরেক্টরি হল একটি ফাইল যার প্রধান কাজ হল ফাইলনেম ও এরকম অন্যান্য তথ্য লিপিবদ্ধ রাখা। সকল ফাইল, তা যেমনই হোক সাধারণ, বিশেষ বা ডিরেক্টরির, তা ডিরেক্টরিতে সংরক্ষিত থাকে।

ফাইল ও ডিরেক্টরি ব্যবস্থাপনার জন্য ইউনিক্স একটি ক্রমবিন্যাসগত কাঠামো ব্যবহার করে। এই কাঠামোকে ডিরেক্টরি ট্রি বলে। এই ট্রিতে সিঙ্গেল রুট নড, স্ল্যাস ক্যারেক্টার ( /) ও অন্যান্য ডিরেক্টরি থাকে যা নিয়ে আমরা নিচে আলোচনা করব।

হোম ডিরেক্টরি

প্রথমে লগইন করার সময় আমরা যে ডিরেক্টরি ব্যবহার করি সেটি হোম ডিরেক্টরি, নিচের কম্যান্ড ব্যবহার করে যেকোনো সময় হোম ডিরেক্টরিতে যাওয়া যায়


 $cd ~
 $

 

এখানে ~ চিহ্ন হোম ডিরেক্টরি নির্দেশক। অন্য কোনও ইউজারনেম ডিরেক্টরিতে যেতে চাইলে,


 $cd ~username
 $

 

সর্বশেষ ডিরেক্টরিতে যেতে চাইলে,


 $cd -
 $

 

পরম/আপেক্ষিক পাথনেম

ডিরেক্টরিগুলো ক্রমবিন্যাসে সজ্জিত, উপরে (/) চিহ্ন নিয়ে। ক্রমবিন্যাসে সজ্জিত যেকোনো ফাইল এর পাথনেম সহ বিবৃত হয়। এবসলিউট ফাইলনেমের উদাহরণ,


 /etc/passwd
 /users/sjones/chem/notes
 /dev/rdsk/Os3

 

কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিতে পাথনেম আপেক্ষিকও হতে পারে। এক্ষেত্রে স্ল্যাস ক্যারেক্টার ( /) সহ শুরু হবে না। এরকম কিছু পাথনেম নিচের মত হতে পারে,


 chem/notes
 personal/res

 

ক্রমবিন্যাসে ঠিক কোথায় অবস্থান করে কাজ করছি তা জানতে কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি প্রিন্ট করতে pwd কম্যান্ড প্রবেশ করাতে হবে।


 $pwd
 /user0/home/amrood
 $

 

লিস্টিং ডিরেক্টরি

ডিরেক্টরিতে ফাইল লিপিবদ্ধ করতে নিচের সিনট্যাক্স ব্যবহৃত হয়,


$ls dirname

 

নিচের উদাহরণে /usr/local ডিরেক্টরিতে লিপিবদ্ধ সব ফাইল দেখানো হল,


X11       bin          gimp       jikes       sbin
ace       doc          include    lib         share
atalk     etc          info       man         ami

 

ডিরেক্টরি তৈরি করা

নিচের কম্যান্ডগুলোর মাধ্যমে ডিরেক্টরি তৈরি করা যায়,


$mkdir dirname

 

যেমন,


 $mkdir mydir
 $

 

এটি কারেন্ট ডিরেক্টরিতে mydir ডিরেক্টরি তৈরি করে। আরেকটি উদাহরণ হল,


$mkdir /tmp/test-dir
$


 

এটি /tmp ডিরেক্টরিতে test-dir ডিরেক্টরি তৈরি করে, এখানে mkdir কম্যান্ড কোনও আউটপুট দেখাবে না। কম্যান্ড লাইনে একটির বেশি ডিরেক্টরি দিলে mkdir প্রত্যেকটি ডিরেক্টরি তৈরি করবে।


$mkdir docs pub
 $

 

প্যারেন্ট ডিরেক্টরি তৈরি করা

ডিরেক্টরি তৈরির সময় প্যারেন্ট ডিরেক্টরি না থাকলে যে এরর ম্যাসেজ আসবে তা হল,


 $mkdir /tmp/amrood/test
 mkdir: Failed to make directory "/tmp/amrood/test";
 No such file or directory
 $

 

তখন mkdir কম্যান্ডে -p অপশন দ্বারা স্পেসিফাই করা যাবে।


$mkdir -p /tmp/amrood/test
 $

 

ডিরেক্টরি মুছে ফেলা

rmdir কম্যান্ড ব্যবহার করে ডিরেক্টরি মুছে ফেলা যায়,


$rmdir dirname
 $

 

একসাথে অনেকগুলো ডিরেক্টরি তৈরি করতে,


$rmdir dirname1 dirname2 dirname3
 $

 

ডিরেক্টরি পরিবর্তন করা

cd কম্যান্ড ব্যবহার করে ডিরেক্টরি পরিবর্তন করা যায়।


 $cd dirname
 $

 

এখানে dirnameহল সেই ডিরেক্টরির নাম যা আমরা পরিবর্তন করতে চাচ্ছি।


$cd /usr/local/bin
 $

 

এটি directory /usr/local/binতে পরিবর্তন। রিলেটিভ পাথ ব্যবহার করে directory /usr/home/amrood তে পরিবর্তনের জন্য,


$cd ../../home/amrood
 $

 

ডিরেক্টরিকে রিনেম করা

ডিরেক্টরিকে রিনেম করার জন্য mv (move) কম্যান্ড ব্যবহার করা হয় যেমন,


$mv olddir newdir
 $

 

mydir ডিরেক্টরিকে yourdir ডিরেক্টরিতে রিনেম করার জন্য,


$mv mydir yourdir
 $

 

. (dot) ও .. (dot dot) ডিরেক্টরি

একটি কারেন্ট ডিরেক্টরি আর অন্যটি তার এক লেভেল উপরের ডিরেক্টরি নির্দেশ করে। যদি -a অপশন দ্বারা কারেন্ট ডিরেক্টরির সব ফাইল আর –l দ্বারা লং লিস্টিংএর অপশন বুঝাই, তাহলে যে ফলাফল হবে তা এরকম,


$ls -la
drwxrwxr-x   4   teacher  class  2048   Jul 16 17.56 .
drwxr-xr-x   60  root 1          536    Jul 13 14:18 ..
----------   1   teacher  class  4210   May 1 08:27 .profile
-rwxr-xr-x   1   teacher  class  1948   May 12 13:42 memo
$

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d/

Leave a Reply