ইউনিক্সঃ সেল ম্যানপেজ হেল্প (Unix – Shell Manpage Help)

রিদওয়ান বিন শামীম

 

ইউনিক্স কম্যান্ডগুলো অনেকধরণের ঐচ্ছিক ও বাধ্যতামূলক অপশন নিয়ে গঠিত হয়, এসব কম্যান্ডের সম্পূর্ণ সিনট্যাক্স মনে রাখা সহজ নাও হতে পারে।

যেহেতু কোনও ব্যক্তির পক্ষে এসব কম্যান্ডের সম্পূর্ণ সিনট্যাক্স মনে রাখা সম্ভব না তাই ইউনিক্সের প্রথম যুগ থেকেই অনলাইনে এসব সিনট্যাক্স সম্পর্কে সাহায্য লাভের সুযোগ আছে।

 

ইউনিক্সের সাহায্য ফাইলের ভার্সনগুলোকে ম্যান পেজ বলে। কোনও কম্যান্ড নেম জানা থাকলে কিন্তু প্রয়োগ বিধি জানা না থাকলে ম্যান পেজ প্রতিটা ধাপে সাহায্য করতে পারে।

সিনট্যাক্স

সিস্টেমে কাজ করার সময় কোনও ইউনিক্স কম্যান্ডের বিস্তারিত তথ্য পেতে নিচের কোড ব্যবহার করা হয়,


$man command

 

যেমন, pwd সম্পর্কে জানতে গেলে নিচের কোড লিখতে হবে,


$man pwd

 

man কম্যান্ড সম্পর্কে বিস্তারিত জানতে হলে যে কোড লিখতে হবে তা হল,


$man man

 

ম্যানপেজের সেকশন

ম্যানপেজ মূলত সেকশনে বিভক্ত থাকে যা প্রধানত এর অথরের বিবেচনায় মূল্যায়িত হয়। কিছু কমন সেকশন নিচের ছকে দেখানো হল,

 

সেকশন বর্ণনা
NAME কম্যান্ডের নাম
SYNOPSIS কম্যান্ডের জেনারেল ইউসেজ প্যারামিটার
DESCRIPTION কম্যান্ড ও এর কাজের বর্ণনা
OPTIONS কম্যান্ডের অপশন
SEE ALSO ম্যানপেজে সরাসরি সম্পৃক্ত কম্যান্ড ও তাদের সদৃশ ফাংশনালিটির তালিকাভুক্তি
BUGS কম্যান্ড বা এর আউটপুটে থাকে এমন জানা বিষয় বা বাগ।
EXAMPLES কম্যান্ড ব্যবহার বিষয়ে কমন উদাহরণ
AUTHORS ম্যানপেজ বা কম্যান্ডের অথর

 

এভাবেই গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ইউনিক্স সেল কম্যান্ড আমরা হেল্প পেজ থেকে পেতে পারি।

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%83-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%aa%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%b9%e0%a7%87/

Leave a Reply