আপনি আপনার সাইটে একটি ঘড়ি লাগাবেন ।

আপনি যদি আপনার ওয়েব সাইট PHP দিয়ে তৈরি করে থাকে তাহলে আপনার জন্য একটা বিষয় হলো আপনি আপনার সাইটে একটি ঘড়ি লাগাবেন । সাধারনত আমরা জানি Date() Function ব্যবহার করে Date Show করায় ।মনে রাখবেন এই সময়টা কিন্তু সার্ভারের সময় । আপনি চান আপনার দেশের সময় লাগাবে আপনার ওয়েব সাইটে লাগাবেন ।এক্ষেত্রে আপনি কি করবেন তার জন্য আপনাকে যা করতে হবে তা হলো নিচ্র কোড লিখলে হবে।

<?php
date_default_timezone_set(“Asia/Dhaka”);
echo date(“d-M-Y H:i:s”);
?>