অ্যাপ এম এল ক্লায়েন্ট (The AppML Client)

রিদওয়ান বিন শামীম

 

পরবর্তী অধ্যায়গুলোতে আমরা ওয়েব ব্রাউজারে ওয়েব এপ্লিকেশন তৈরি করব।

 

অ্যাপ এম এল ক্লায়েন্ট

অ্যাপ এম এল ক্লায়েন্ট হল একধরনের জাভাস্ক্রিপ্ট যা যেকোনো ওয়েব ব্রাউজারে চলতে পারে।

এটি এক লাইনের কোডের মাধ্যমেই যেকোনো এইচটিএমএল পেজে যোগ করা যায়,


<scriptsrc="http://www.w3schools.com/appml/2.0.3/appml.js"></script>


 

অ্যাপ এম এল ক্লায়েন্ট এইচটিএমএল এট্রিবিউট ব্যবহার করে যেকোনো এইচটিএমএল উপাদানে এক্সটারনাল ডাটা যোগ করার সুবিধা দেয়।


<tableappml-data="customers.js">


 

 

এটির বিল্ট ইন একটি সুবিধা হল, এটি এইচটিএমএলের যেকোনো জায়গায় ডাটা প্রদর্শন করতে পারে।


<td>{{CustomerName}}</td>


 

 

{{ ... }} হল অ্যাপ এম এল ডাটার সংস্থাপন চিহ্ন।

 

এটির বিল্ট ইন আর একটি সুবিধা হল ডাটার ভেতর থাকা কোনও অ্যারি ব্যবহার করে এইচটিএমএলের উপাদানকে পুনরাবৃত্তি করা যায় ।


 <tr appml-repeat="records">
 ..
 .
 </tr>

 

 

অ্যাপ এম এল ক্লায়েন্ট সিএসএস বা এইচটিএমএলের সাথে কোনও সমস্যা করে না, এটি সিএসএসের সাথে ভাল সমন্বয় করতে পারে, আমরা উদাহরণে বুটস্ট্রেপ ব্যবহার করেছি।

 

অ্যাপ এম এল ওয়েব এপ্লিকেশন

অ্যাপ এম এল ওয়েব এপ্লিকেশন বানানোর জন্য খুবই উপযোগী, এর সবচেয়ে বড় গুন হল ব্রাউজারে ডাটাবেস সিআরইউডি এপ্লিকেশনসহ প্রোটোটাইপ বানানোর ক্ষমতা, এবং কোনও ওয়েব সার্ভারেরও দরকার হয় না।


সিআরইউডি বা CRUD: Create, Read, Update, Delete.


 

 

অ্যাপ এম এল সার্ভার

অ্যাপ এম এল দুটি সার্ভার টাইপ ব্যবহার করে, পিএইচপি ও ডটনেট।

অ্যাপ এম এল সার্ভার স্ক্রিপ্ট ব্যবহার করে এসকিউএল ডাটাবেসে যেমন মাইএসকিউএল ও এসকিউএল ডাটাবেসে প্রবেশ করা যায়। এই সার্ভার স্ক্রিপ্ট অত্যন্ত শক্তিশালী, যেকোনো পিএইচপি ও ডটনেট সার্ভারে ইন্সটল করা যায়।

 

অ্যাপ এম এল ওয়েব এসকিউএল

দ্রুত ওয়েব এপ্লিকেশন ডেভলাপমেন্ট ও প্রোটোটাইপিঙের জন্য অ্যাপ এম এল ওয়েব এসকিউএল ব্যবহার করে ব্রাউজারে ওয়েব সার্ভারকে নকল করতে পারে। ওয়েব এসকিউএল হল একধরণের ওয়েবপেজ এপিআই যা এসকিউএল ব্যবহার করে ব্রাউজারে ডাটা সংরক্ষণের কাজ করে। এই এপিআই গুগল ক্রোম, অপেরা, সাফারি ও এনড্রয়েড ব্রাউজারে সমর্থিত। শুধু ব্রাউজারে নিচের স্ক্রিপ্ট সংযোজন করতে হবে,


<scriptsrc="http://www.w3schools.com/appml/2.0.3/appml_sql.js"></script>


 

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%8f%e0%a6%ae-%e0%a6%8f%e0%a6%b2-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f-the-appml-client/

Leave a Reply