উইন্ডোজ ৮.১ টিউটোরিয়াল: অনলাইনে প্রবেশ (Getting online)

উইন্ডোজ ৮.১ টিউটোরিয়াল 11 এর 1

E-mail চেক করা, পছন্দনিয় সাইটগুলো পরিদর্শন করা, বন্ধুদের ‍Status update এ মন্তব্য করা – ইন্টারনেট কানেকশনের উপর ভিত্তি করে অনেক কিছুই আপনি করতে পারেন। পথ খুঁজে বের করুণ আপনি কিভাবে অনলাইনে প্রবেশ করবেন এবং যখন আপনি পাবলিক নেটওয়পাক এ থাকবেন তখন কিভাবে আপনার তথ্য নিরাপদ রাখবেন।

শিখুন কিভাবে Online এ প্রবেশ করবেন:

ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকা
আপনি Social update পোষ্ট করতে চান, বন্ধুকে E-mail পাঠাতে চান অথবা আপনার প্রিয় ওয়েবসাইটগুলো পরিদর্শন করতে চান, ইন্টারনেট সংযোগ হচ্ছে তার চাবি। এবং আপনার যদি উইন্ডোজ 8.1 অথবা উইন্ডোজ আরটি 8.1 পিসি থাকে তাহলে এই কাজগুলো করতে হলে আপনার ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে।

বাড়িতে সংযুক্ত করণ:
আপনার যদি ISP (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) যেমন- phone বা cable কম্পানী এর মত একটি  একাউন্ট (আইডি) থাকে তাহলে ইতিমধ্যেই আপনার বাড়িতে ইন্টারনেট সংযোগ আছে। আপনি আপনার পিসিকে একটি ইথারনেট তারের (Ethernet cable) মাধ্যমে মডেম এর সাথে সংযুক্ত করতে পারেন এবং ইন্টারনেট ব্রাউজার ওপেন করে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। যদি আপনার আরো সহায়তার প্রয়োজন হয় তাহলে আপনি “ইন্টারনেটে সংযোগ” দেখতে পারেন।
যদি বিভিন্ন পিসি বা ডিভাইস এ একই সংযোগ শেয়ার করতে চান অথবা যদি আপনি একটি পাসওয়ার্ড সুরক্ষিত সংযোগ চান, তাহলে আপনি আপনার বাড়িতে একটি নেটওয়ার্ক সেট আপ করতে পারেন। একবার সেটআপ করার পরে, আপনি Charm থেকে আপনার নেটওয়ার্ক নির্বাচন করতে পারবেন, আরো জানতে “একটি ডিভাইস বা পিসি যোগ করুন” দেখুন।
আপনি যখন বাড়িতে সংযোগ নিবেন তখন HomeGroup তৈরি করুন, যা পিসি থেকে গান অথবা ভিডিও শুনতে অথবা ফাইল বা ডিভাইস (যেমন প্রিন্টার হিসেব) দুটি পিসির মধ্যে শেয়ার করার জন্য নিখুঁত। আরো জানতে দেখুন “HomeGroup শুরু থেকে শেষ”।

আপনি যখন বাহিরে থাকবেন তখনও সংযুক্ত থাকা
প্রচুর সংখ্যক Public Places ওয়াই-ফাই সংযোগ সেবা প্রদান করে, যেমন কফি শপ বা বিমানবন্দর। যখন আপনি কফি বা ফ্লাইট এর জন্য অপেক্ষা করছেন, আপনি আপনার ই-মেইল চেক করতে পারেন বা ওয়েব সাইট ব্রাউজ করতে পারেন।
আপনি যদি এমন জায়গায় থাকেন যেখানে Wi‑Fi নেই, আপনি মোবাইলে ব্রডব্যান্ড সংযোগ চালু করতে পারেন। মোবাইল ব্রডব্যান্ড সংযোগ একটি ইন্টারনেট সংযোগ যা আপনি নিজের সাথে নিয়ে যেতে পারেন এবং যতদুর মোবাইল ফোন সেবা চালু আছে তার সবখানেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আপনার একটি সিম কার্ড ক্রয় করতে হবে Phone বা Cable কম্পানীর কাছ থেকে এবং তারপর পিসির সাথে কার্ডটি সংযোগ করে মোবাইল ব্রডব্যন্ড সংযোগ চালু করতে পারবেন। মোবাইল ব্রডব্যন্ড সম্পর্কে আরো জানতে দেখুন “মোবাইল ব্রডব্যান্ড শুরু থেকে শেষ”।
কিছু ইন্টারনেট সংযোগ (বিশেষ করে মোবাইল ব্রডব্যান্ড সংযোগ) সীমাবদ্ধ হয়, অর্থাৎ আপনার পরিকল্পনা (Plan) অনুসারে আপনি সর্বচ্চ প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ ডাটা ব্যবহার করতে পারবেন। এই ধরনের পরিকল্পনায় আপনাকে সচেতন থাকতে হবে আপনার Plan এর বেশি ডাটা ব্যবহার করে যেন বাড়তি বিল গুনতে না হয়। আপনি এটি পরীক্ষা করতে পারবেন ডেস্কটপ এর নেটওয়ার্ক আইকন এ ক্লিক করার মাধ্যমে বা Settings Charms এর মাধ্যমে। আরো জানতে দেখুন “ Metered ইন্টারনেট সংযোগ: প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন”।

একটি নেটওয়ার্কের সঙ্গে সংযোগ

আপনি যখন প্রথম উইন্ডোজ Set up করবেন, আপনি সাথে সাথে একটি ইন্টারনেট সংযোগ এর সাথে সংযুক্ত থেকে থাকতে পারেন। যদি না থাকেন তাহলে বিদ্যমান নেটওয়ার্কের একটি তালিকা দেখতে পারেন এবং তাদের যেকোন একটির সাথে সংযোগ স্থাপন করতে পারেন।

04b755eb-5c2c-49f0-a048-4975b31799b6_7

61ec004f-77c1-4406-9f8e-5dc6785822dc_8

বিদ্যমান নেটওয়ার্কের তালিকা দেখতে

১। পর্দার ডান প্রান্তে সুইপ করে যান এবং Settings এ টোকা দিন।
(যদি আপনি মাউস ব্যবহার করতে চান তাহলে মাউস পয়েন্টার পর্দার ডান পার্শ্বের নিচের দিকে নিয়ে যেয়ে Settings এর উপর ক্লিক করুন।)
২। নেটওয়ার্ক আইকন চেক করুন। এটি আপনাকে দেখাবে আপনি সংযুক্ত আছেন কিনা এবং সংযুক্ত থাকলে সংযুক্তি কতটা শক্তিশালি।
৩। আপনি যদি সংযুক্ত না থাকেন তাহলে নেটওয়ার্ক আইকনে ক্লিক করুন (1 অথবা 2)
৪। টোকা দিন বা ক্লিক করুন আপনি যে নেটওয়ার্কে সংযুক্ত হতে চান এবং তারপর Connect এ ক্লিক করুন।
আপনাকে পাসওয়ার্ড প্রদান করার জন্য জিজ্ঞাস করতে পারে। আপনি এটি নেটওয়ার্ক এডমিন এর কাছে পাবেন। আপনি যদি বাড়িতে থাকেন তাহলে এটা পরিবারের যেকোন সদস্যের কাছেই থাকতে পারে। আপনি যদি কর্মক্ষেত্রে থাকেন আপনার আইটি এডমিন এর কাছে জিজ্ঞাস করুন। যদি আপনি  public place এ থাকেন যেমন- কফি শপ, এমন কাউকে জিজ্ঞাস করুণ যে সেখানে কাজ করে।
৫। যদি আপনি এই নেটওয়ার্কে সবসময় সংযুক্ত হতে চান তাহলে Connect automatically চেক বক্স এ ক্লিক করুন।

মোবাইলে ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার

মোবাইলে ব্রডব্যান্ড কানেকশন কিভাবে ব্যবহার করবেন তা জানতে দেখুন “মোবাইলে ব্রডব্যান্ড শুরু থেকে শেষ

একবার যখন Set up করবেন, উইন্ডোজ আপনাকে সংযুক্ত রাখবে - যখন আপনি চলন্ত অবস্থায় থাকবেন তখন সয়ংক্রিয়ভাবে Wi-Fi সংযোগ, মোবাইল ব্রডব্যান্ড সংযোগে পরিবর্তিত হবে। এইভাবে আপনি সংযুক্ত অবস্থায় থাকবেন, এমনকি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলন্ত অবস্থায় থাকবেন বা যাবেন তখনও সংযুক্ত থাকবেন। বা আপনার খরচ কম রাখার জন্য যেখানে Wi-Fi সংযোগ আছে সেখানে মোবাইল ব্রডব্যান্ড থেকে সয়ংক্রিয়ভাবে Wi-Fi এ সংযুক্ত হবেন ।

এয়ারপ্লেন মোড (Airplane mode)

আপনি যখন বিমানে থাকবেন, উড্ডয়ন ও অবতরণের সময় সকল ইলেকট্রনিক ডিভাইস এর পাউয়ার নিম্নগামি হয় । কিন্তু যখন আকাশে থাকবেন তখন আপনি আপনার পিসিকে Airplane mode এ নিয়ে যেতে পারেন এবং ডাউনলোডকৃত ছবি দেখতে পারেন, গেম খেলতে পারেন অথবা প্রেজেন্টেশন এর কাজ করতে পারেন। Airplane mode বিমানের নিয়ম অনুসারে আপনার পিসি থেকে যেকোন সংকেত অন্যত্র প্রেরণ বন্ধ করে দেয়।

Airplane mode ব্যবহার করতে

১। পর্দার ডান কর্ণারের দিকে যান এবং Settings এ প্রবেশ করুন।
(যদি আপনি মাউস ব্যবহার করতে চান তাহলে মাউস পয়েন্টার পর্দার ডান পার্শ্বের নিচের দিকে নিয়ে যেয়ে Settings এর উপরে ক্লিক করুণ)
২। নেটওয়ার্ক আইকনে ক্লিক করুন1
৩। যখন আপনি বিমানে থাকবেন তখন Airplane mode চালু করুন এবং যখন মাটিতে নামবেন তখন তা বন্ধ করুন।

Airplane mode
Airplane mode সম্পর্কে আরো জানতে দেখুন “Airplane mode কি?

Public Network এর গোপনীয়তা

আপনি যখন বাড়ি হতে দুরে যাবেন এবং Public Network ব্যবহার করবেন, যেমন কফি শপ অথবা বিমানবন্দর, আপনার পিসি এবং ডাটা সংরক্ষিত রাখার জন্য আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে।

প্রথমবার যখন আপনি Public Network এর সাথে সংযুক্ত হবেন, তখন জিজ্ঞাসিত হতে পারেন যে, আপনি কোনো ডিভাইস খুঁজতে চান কিনা এবং সেই নেটওয়ার্কের সাথে সংযুক্ত হতে চান কিনা। বলুন না, কেননা তাহলে অন্যান্য লোকেরা আপনার পিসিকে দেখতে পারবে না যখন আপনি এই নেটওয়ার্ক এর সাথে সংযুক্ত হবেন। যদি আপনি হ্যাঁ বলে ফেলেন গাবরানোর কিছু নেই। আপনি কিভাবে আপনার Settings পরিবর্তন করবেন তা এখানো দেয়া হলো ।

Public Network এ আপনার ডাটা নিরাপদ রাখার জন্য

১। পর্দার ডান কর্ণারের দিকে যান এবং Settings এ প্রবেশ করুন।
(যদি আপনি মাউস ব্যবহার করতে চান তাহলে মাউস পয়েন্টার পর্দার ডান পার্শ্বের নিচের দিকে নিয়ে যেয়ে Settings এর উপরে ক্লিক করুণ)
2। ক্লিক Network, ক্লিক Connections এবং তারপর নেটওয়ার্ক এর নামের উপর ক্লিক করুন।
3। Find devices and content বন্ধ করুন। আপনি এখনও অনলাইনে যেতে পারবেন কিন্তু অন্যারা যারা এই Public Network ব্যবহার করছে তারা আপনার ডাটা নিয়ে যেতে পারবে না।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6/

Leave a Reply