PHP এর ব্যাসিক ধারনা । Basic Concepts on PHP Programming Language

PHP এর ব্যাসিক ধারনা । PHP এর ব্যাসিক ধারনা ।

আজ আপনাকে ওয়েবডিজাইনের অনেক গুরুত্বপুর্ণ ভাষা PHP নিয়ে আলোচনা করবো ।

PHP কি?

PHP কি বলার আগে বলে নেই PHP শিখতে গেলে আপনাকে আগে কি কি জানতে হবে ।

১। HTML
২। CSS
৩। JavaScript

এই তিনটি ভাষা না জানলে কিন্তু আপনি PHP এর কিছুই বুঝবেন না । তাই আগে ভালো করে HTML, CSS, JavaScript শিখুন ।

আসেন তাইলে PHP এর ধারণাটা নিয়েই ফেলি । PHP এর ফুল অর্থ Hypertext Preprocessor । এটা সারা বিশ্বের অনেক প্রচলিত একটা ওপেন সোর্স কোডিং ল্যাঙ্গুয়েজ । এটা লেখার পর কোনো ওয়েব সার্ভারে রাখা হয় যাতে আমরা অই সার্ভারে গেলে PHP দ্বারা লেখা কোনো ভাষার ফলাফল হিসেবে সাইটটা দেখতে পারি । PHP ডাউনলোড এবং ব্যবহার সম্পূর্ণ ফ্রী । তাই এটা শিখতে আপনার কোনো টাকা খরচ হবে না । আর এটা এতটায় পপুলার যে ফেসবুকের মত জনপ্রিয় সাইটও PHP দ্বারা তৈরী করা হয়েছে ।

PHP ফাইল কি?
PHP তো শিখলাম । এবার আসুন শিখি PHP ফাইল কি ।
PHP ফাইল হল text, HTML, CSS, JavaScript, and PHP code দ্বারা লিখিত ফাইল । PHP ফাইল কোনো সার্ভারে আপলোড করে রাখা হয় যাতে আমরা ঐ সার্ভারে গেলে তাদের ওয়েবসাইট দেখতে পাই । PHP দ্বারা তৈরী করা সাইটে গেলে তাদের সাইটের লিংকের শেষে অটোমেটিক .php লেখা দেখতে পাই ।

PHP দ্বারা আমরা কি কি করতে পারি?
১। এর দ্বারা আমরা দায়নামিক পেজ বানাতে পারি ।
২। এর দ্বারা কোনো সার্ভারে রাখা ফাইল খোলা, পড়া, লেখা, মুছা ছাড়াও বন্ধ করতে পারি ।
৩। এটা তথ্যও সংগ্রহ করে থাকে ।
৪। এটা কুকিস সংগ্রহ করতে এবং পাঠাতে পারে ।
৫। এটা ব্যবহারকারীদের নিয়ন্ত্রণও করতে পারে ।
৬। এটার প্রধান কাজ হল ডাটা ইনক্রিপ্ট করা ।

কেনো আমরা PHP ব্যবহার করবো?

এত কিছুর পরও কি বলা লাগবে PHP কেনো ব্যবহার করবো? তবুও আরো কিছু কারণ আছে সেগুলো জেনে নেই ।
১। এটা সব প্লাটফর্মেই চলে । (Windows, Linux, Unix, Mac OS X, etc.)
২। এটা এখনকার সব সার্ভারেই কম্পিটাবল । (Apache, IIS, etc.)
৩। এটা অসংখ্য ডাটাবেজ নিয়ন্ত্রণ করতে পারে । (ক্যান, ফেসবুককে দেখে বোঝেন নাহ)
৪। এটা ব্যবহার এবং ডাউনলোড ফ্রী ।
৫। এটা খুব সহজে শেখা যায় এবং সার্ভারে আপলোড করা যায় ।

তাইলে এত কিছুর পরেও বলেন ক্যান PHP শিখব না?
দাঁড়ান, তাদের অফিসিয়াল সাইট এর লিংকই তো দেয়নি । জানতে ভিজিট করুনঃ www.php.net

Permanent link to this article: http://bangla.sitestree.com/php-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a8%e0%a6%be-%e0%a5%a4-basic-concepts-on-php-programming-language/