.Net এ ডাটা এনক্রিপশন

.Net এ ডাটা এনক্রিপশন
--------------------------------

.Net ডাটা এনক্রিপশন সমর্থন করে থাকে। namespace System.Security.Cryptography এর মধ্যে এনক্রিপশন ফিচার
নিহিত রয়েছে। এনক্রিপশন সংক্রান্ত তিনটি প্রাথমিক বিষয় হল Hashing, Symmetric Encryption এবং Asymmetric
encryption.

- Hash একটি data ফিঙ্গারপ্রিন্ট , যা একটি বৃহৎ data ব্লক এর স্বতন্ত্রতা প্রকাশ করে।

- Symmetric এনক্রিপশন একটি একক key যা এনক্রিপশন ও ডিক্রিপশন উভয়ের জন্য ব্যবহৃত হয়।

- Asymmetric এনক্রিপশনে দুটি ভিন্ন key ব্যবহৃত হয়। একটি এনক্রিপশন ও অপরটি ডিক্রিপশন এর জন্য।

ব্যবহারিক কাজে প্রকৃতপক্ষে অধিকতর নিরাপত্তার জন্য তিনটি প্রক্রিয়াই সমন্বিতভাবে ব্যবহৃত হয়।

Ref:http://salearningschool.com/displayArticle.php?
table=Articles&articleID=135

Permanent link to this article: http://bangla.sitestree.com/net-%e0%a6%8f-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%b6%e0%a6%a8/