jQuery Mobile – Touch Events

Paste translated/written article here
মোবাইলের jQuery Touch Events
ইন্দ্র ভূষণ শুভ

Touch Events শুরু হয় যখন ব্যবহারকারী মোবাইলের পর্দা স্পর্শ করে।
Touch Events ডেস্কটপ কম্পিউটারেও কাজ করেঃ মাউসের tap and swipe এর মাধ্যমে।
মোবাইলে jQuery ট্যাপঃ
ব্যবহারকারী যখন কনো উপাদানে ট্যাপ করতে শুরু করে তখনই ট্যাপের ঘটনা আরম্ভ হয়। নীচের উদাহরণটি বলছেঃ বর্তমান

উপাদান আড়াল হয়ে যায়, যখন ট্যাপ

উপাদানে ইন্ধন যোগায়।
উদাহরণঃ
$("p").on("taphold",function(){
$(this).hide();
});
নিজে চেষ্টা কর>>
মোবাইলে jQuery ট্যাপহোল্ডঃ
যখন ব্যবহারকারী কোন উপাদান ট্যাপ এবং এক সেকেন্ডের জন্য তা ধরে রাখে তখন ট্যাপহোল্ড আরম্ভ হয়ঃ
উদাহরণঃ
$("p").on("taphold",function(){
$(this).hide();
});
নিজে চেষ্টা কর>>

মোবাইলে jQuery সুইপঃ
সুইপের ঘটনা তখনই শুরু হয় যখন ব্যবহারকারী 30px এর বেশীতে কোন উপাদানকে আনুভূমিকভাবে সুইপ করে।
উদাহরণঃ
$("p").on("swipe",function(){
$("span").text("Swipe detected!");
});
নিজে চেষ্টা কর>>

মোবাইলে jQuery সুইপলেফটঃ
সুইপলেফটের ঘটনা তখনই শুরু হয় যখন ব্যবহারকারী 30px এর বেশীতে কোন উপাদানকে বামদিকে সুইপ করে।
উদাহরণঃ
$("p").on("swipeleft",function(){
alert("You swiped left!");
});
নিজে চেষ্টা কর>>

মোবাইলে jQuery সুইপরাইটঃ
সুইপরাইট ঘটনা তখনই শুরু হয় যখন ব্যবহারকারী 30px এর বেশীতে কোন উপাদানকে ডানদিকে টানাটানি করে।
উদাহরণঃ
$("p").on("swiperight",function(){
alert("You swiped right!");
});
নিজে চেষ্টা কর>>

Permanent link to this article: http://bangla.sitestree.com/jquery-mobile-touch-events/