jQuery Mobile – Forms

লিখেছেন সুদীপ্ত সাহা
জেক্যুয়েরি মোবাইল ফর্ম

জেক্যুয়েরি মোবাইল স্বয়ংক্রিয়ভাবেই HTML ফর্ম তৈরি করে যেন তা দেখতে অত্যন্ত মনোরম এবং স্পর্শের অনুকূল হয়। [image]

জেক্যুয়েরি মোবাইল ফর্ম স্টাকচারঃ জেক্যুয়েরি মোবাইল ইলিমেন্ট হিসেবে HTMLকে স্টাইল করার জন্য CSS ব্যবহার করে, ইলিমেন্টকে আকর্ষণীয় এবং ব্যবহার উপযোগী করে তোলে। জেক্যুয়েরি মোবাইলে আপনি নিচের কন্ট্রোলগুলো ব্যবহার করতে পারবেনঃ • Text Inputs • Search Inputs • Radio Buttons • Checkboxes • Select Menus • Sliders • Flip Toggle Switches

জেক্যুয়েরি মোবাইল ফর্ম নিয়ে কাজ করতে চাইলে আপনাকে অবশ্যই যে জিনিসগুলো জানতে হবেঃ •

ইলিমেন্টের অবশ্যই একটি মেথড এবং একটি অ্যাকশন অ্যাট্রিবিউট থাকতে হবে। • প্রত্যেক ফর্ম ইলিমেন্টের id অ্যাট্রিবিউট অবশ্যই ইউনিক হতে হবে। সাইটের সকল পেজের মধ্যেও id অ্যাট্রিবিউট ইউনিক হতে হবে। কারণ জেক্যুয়েরি মোবাইলের single-page navigation মডেল একইসাথে অনেকগুলো পেজকে রান করে। • প্রত্যেক ফর্ম ইলিমেন্টের অবশ্যই একটি লেভেল থাকতে হবে। ইলিমেন্টের id এর সাথে ম্যাচ করানোর জন্য লেভেলে for অ্যাট্রিবিউট সেট করতে হবে।

উদাহরণঃ

কৌশলঃ ইনপুট ফিল্ডে কি ধরনের ভ্যালু দেয়া যাবে তা সংক্ষেপে বোঝানোর জন্য placeholder ব্যবহার করা যায়। উদাহরণঃ

কৌশলঃ লেভেলকে হাইড করার জন্য "ui-hidden-accessible" ব্যবহার করা হয়। এটা সাধারনত তখন ব্যবহার করা যখন আপনি আপনার ফর্মের placeholderকে লেভেলের মতো করে দেখাতে চাইবেনঃ উদাহরণঃ

কৌশলঃ ক্লিয়ার বাটন (একটি X আইকন যা ইনপুট ফিল্ডের ডানপাশে থাকে কন্টেন্টকে মুছে ফেলার জন্য), অ্যাড করতে চাইলে data-clear-btn="true" অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়ঃ উদাহরণঃ ইঙ্গিতঃ ক্লিয়ার বাটন ইলিমেন্টে অ্যাড করা যায়,

Permanent link to this article: http://bangla.sitestree.com/jquery-mobile-forms/