C – Program Structure . একটি সি প্রোগ্রাম মূলত নিম্নলিখিত অংশ নিয়ে গঠিত

স্বাগতম আমাদের সাইটে আসার জন্য
আমরা এখানে সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। যেখানে আপনি সহজে জানতে পারবেন কিভাবে আমরা একটি প্রোগ্রাম চালু করতে পারব। আমরা সি এর মুল শেখার আগে আসুন একটি সহজ প্রোগ্রাম চালু করি।
একটি সি প্রোগ্রাম মূলত নিম্নলিখিত অংশ নিয়ে গঠিত:
১. পূর্ব প্রক্রিয়া নির্দেশ
২. কার্যাবলী/ ফাংশন
৩. চলক / Variables
৪. বিবৃতি ও প্রকাশ
৫. মন্তব্য / Comments
আসুন এবার আমরা জেনে নেই কিভাবে আমরা একটি সহজ প্রোগ্রাম চালু করব। প্রোগ্রামটি “Hello World” নামে পরিচিত।
#include <stdio.h>

int main()
{
/* my first program in C */
printf("Hello, World! \n");

return 0;
}

আসুন জেনে নেই এই উপরোক্ত প্রোগ্রামে কি কি কোড আছেঃ
• #include<stdio.h> কে হেডার ফাইল বলা হয়। এটাকে আবার একটি সি কম্পাইলার বলে।
• Int main () বলতে প্রোগ্রামের প্রধান ফাংশন কে বুঝায়।
• পরের লাইন /*...*/ কম্পাইলার এটাকে এড়িয়ে যাবে এবং এটি প্রোগ্রামের মধ্যে অতিরিক্ত মন্তব্য যোগ করা হয়েছে. সাধারনত এটি প্রোগ্রামটি অন্যকে বুঝাতে ব্যবহার করা হয়।
• Printf(“---”); এর ভিতরে --- এর বদলে আপনি যা লিখবেন সবই আপনার মনিটরের পর্দায় প্রিন্ট হবে।
• Return 0 নির্দেশনাটি আবার প্রোগ্রামটিকে 0 মান অথবা মুল্য তে নিয়ে যাবে।
সি প্রোগ্রাম সঙ্কলন ও সম্পাদন করা:
একটি ফাইলের মধ্যে সোর্স কোড সংরক্ষণ করতে, এবং কিভাবে কম্পাইল এবং এটি চালানোর জন্য কিভাবে তাকান করতে দেয়. নিম্নলিখিত সহজ ধাপ আছেঃ

• একটি টেক্সট এডিটর খুলুন যেখানে আপনি উপরে উল্লিখিত কোড লিখবেন।
• hello.c লিখে ফাইলটি সেভ করেন।

• একটি কমান্ড প্রম্পট খুলুন এবং আপনি ফাইলটি সংরক্ষণ করে রাখেন আপনার পছন্দের ড্রাইভে।
• gcc hello.c লিখে এন্টার বাটন প্রেস করে আপনার কম্পাইল কোড গুলো লিখুন।
• আপনার কোড মধ্যে কোন ত্রুটি আছে কমান্ড প্রম্পট পরের লাইন নিতে হবে a.out এবং এক্সিকিউটেবল ফাইল তৈরি হবে।
• এখন, আপনার প্রোগ্রাম চালানো a.out টাইপ করুন।
• এখন আপনি "হ্যালো ওয়ার্ল্ড" দেখতে পাবেন।
• $ gcc hello.c
• $ ./a.out
• Hello, World!

জিসিসি কম্পাইলার কে আপনার ফাইলটির স্থান দেখিয়ে দিন যাতে আপনার সংরক্ষিত সোর্স ফাইলটি , hello.c চালু হয়।

Permanent link to this article: http://bangla.sitestree.com/c-program-structure/