বুটস্ট্র্যাপ গ্রিড – বড় ডিভাইস । Bootstrap Grid – Large Devices

পূর্বের অধ্যায়ে আমরা ছোট (small) এবং মাঝারি (medium) device এর জন্য class সহ grid এর উদাহরণ আলোচনা করেছি। সেখানে দুইটি div রেখে হয়, যাদের ছোট device এর জন্য ২৫% /৭৫% এবং মাঝারি device এর জন্য ৫০% /৫০% ভাগে ভাগ (split) করা হয়।


<div class="col-sm-3 col-md-6">....</div>
<div class="col-sm-9 col-md-6">....</div>

 

তবে বড় (Large) device এর ক্ষেত্রে দুইটি div-কে ৩৩% /৬৬% ভাগে ভাগ করা যেতে পারে।

টিপস: বড় device এর ক্ষেত্রে সাধারণত screen এর width 1200 pixel বা তার বেশি হিসাবে গণনা করা হয়।

বড় device এর ক্ষেত্রে .col-lg-* class ব্যবহার করা হয়।

এখন আমরা বড় device এর ক্ষেত্রে column এর width যোগ করবো:


<div class="col-sm-3 col-md-6 col-lg-4">....</div>
<div class="col-sm-9 col-md-6 col-lg-8">....</div>

 

সুতরাং Bootstrap আলোচনার এই পর্যায়ে দেখা যাচ্ছে যে, ছোট (small) device এর ক্ষেত্রে -sm-, মাঝারি (medium) device এর ক্ষেত্রে -md-এবং বড় (Large) device এর ক্ষেত্রে -lg- class ব্যবহার করা উত্তম।

নিম্নোক্ত উদাহরণে দেখানো হয়েছে যে, div দুইটি, ছোট (small) device এর ক্ষেত্রে ২৫% /৭৫%, মাঝারি (medium) device এর ক্ষেত্রে ৫০% /৫০% এবং বড় (Large) device এর ক্ষেত্রে ৩৩% /৬৬% এ বিভক্ত (split) হয়ে যায়:


<div class="container-fluid">
  <h1>Hello World!</h1>
  <div class="row">
    <div class="col-sm-3 col-md-6 col-lg-4" style="background-color:lavender;">
      <p>Lorem ipsum...</p>
    </div>
    <div class="col-sm-9 col-md-6 col-lg-8" style="background-color:lavenderblush;">
      <p>Sed ut perspiciatis...</p>
    </div>
  </div>
</div>

ফলাফল : ছোট, মাঝারি ও বড় ডিভাইস

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/bootstrap-grid-large-devices/