সি প্রোগ্রামিঙে টাইপ কাস্টিং

সি প্রোগ্রামিঙে টাইপ কাস্টিংঃ
রিদওয়ান বিন শামীম

টাইপ কাস্টিং একটি পদ্ধতি যেখানে কোন চলককে এক ডাটা টাইপ থেকে অন্য ডাটা টাইপে পরিবর্তিত করা যায়। যেমন, একটি লম্বা মানকে যদি সাধারণ একটি পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে চাই, তাহলে long থেকে int এ টাইপ কাস্ট করে তা করা যায়।এক টাইপ থেকে অন্য টাইপে রুপান্তরের ক্ষেত্রে নিচের মত করে কাস্ট অপারেটর ব্যবহার করে এটি করা হয়ঃ
(type_name) expression

কাস্ট অপারেটর কীভাবে floating-point operation হিসাবে দুটি পূর্ণসংখ্যা চলক বিভাজন তৈরি করে আলাদা করে তা নিচের উদাহরণ থেকে আমরা বুঝতে পারি।

#include <stdio.h>

main()
{
int sum = 17, count = 5;
double mean;

mean = (double) sum / count;
printf("Value of mean : %f\n", mean );

}
উপরের কোড ঠিকভাবে কাজ করলে তা যে ফলাফল দেখাবে তা হল,
Value of mean : 3.400000
এখানে বলা উচিৎ যে, কাস্ট অপারেটর ডিভিশনের চেয়ে বেশি অগ্রাধিকার পায় তাই অঙ্কের মান type double দ্বারা রূপান্তরিত হয়, তারপর দ্বৈত মান প্রদর্শন করে। টাইপ কনভার্সন অন্তর্নিহিতও হতে পারে যা কম্পাইলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে হতে পারে বা কাস্ট অপারেটরের মাধ্যমে সরাসরিও হয়। তবে টাইপ কনভার্সন কাস্ট অপারেটরের মাধ্যমে করাই ভাল।
পূর্ণসংখ্যার মানোন্নয়নঃ পূর্ণসংখ্যার মানোন্নয়ন একটি প্রক্রিয়া যেটি int বা unsigned int এরচে ছোট মানের পূর্ণসংখ্যার মানকে int বা unsigned int এর মানে আনতে ব্যবহার করা হয়।কোন int এ ক্যারেকটার যোগ করার ক্ষেত্রে আমরা যা করতে পারি তা হল,
#include <stdio.h>

main()
{
int i = 17;
char c = 'c'; /* ascii value is 99 */
int sum;

sum = i + c;
printf("Value of sum : %d\n", sum );

}
উপরের কোড ঠিকভাবে কাজ করলে তা যে ফলাফল দেখাবে তা হল,

Value of sum : 116
এখানে মান ১১৬ আসছে কারণ কম্পাইলার পূর্ণসংখ্যার মানোন্নয়ন করে সি ('c' )এর মান ascii তে রুপান্তর করে নিচ্ছে মূল কাজের আগে।
সাধারণ এরিথমেটিক রুপান্তরঃ সাধারণ এরিথমেটিক রুপান্তরের ক্ষেত্রে অন্তর্হিত ভাবে সব মানকে একটি নির্দিষ্টভাবে সাজানো হয়। কম্পাইলার প্রথমে পূর্ণসংখ্যার মানোন্নয়ন করে, এর পরও টাইপ সমান না হলে নিচের ক্রমানুসারে সংখ্যার প্রাপ্যতার অগ্রাধিকার ভিত্তিতে রুপান্তর করা হয়।

সাধারণ এরিথমেটিক রুপান্তর assignment operators বা logical operators ইত্যাদির জন্য ব্যবহার করা হয় না। নিচের উদাহরণ থেকে আমরা ব্যপারটা বুঝবঃ
#include <stdio.h>

main()
{
int i = 17;
char c = 'c'; /* ascii value is 99 */
float sum;

sum = i + c;
printf("Value of sum : %f\n", sum );

}
উপরের কোড ঠিকভাবে কাজ করলে তা যে ফলাফল দেখাবে তা হল,

Value of sum : 116.000000
এখানে c প্রথমে পূর্ণসংখ্যায় রূপান্তরিত হয়েছে কিন্তু মূল মান দ্বিগুণ হওয়ায় সাধারণ এরিথমেটিক রুপান্তর ব্যবহার করে এবং কম্পাইলার i ও c কে floatএ রূপান্তরিত করে সেভাবেই ফলাফল দিয়েছে।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%99%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%aa-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b8/