মংগোডিবি ডাটাটাইপ (MongoDB Data Types)

MongoDB ডেটাটাইপ্স
নয়ন চন্দ্র দত্ত

MongoDB অনেক ডেটাটাইপ্স সমর্থন করে যার তালিকা নিচে দেওয়া হলঃ

১। স্ট্রিং এই সবচেয়ে বেশি ব্যবহৃত ডেটাটাইপ যা তথ্য সংরক্ষণ করার কাজে ব্যবহার করা হয়। MongoDB স্ট্রিং UTF-8 বৈধ হতে হবে।

২। ইন্টিজারঃ একটি সংখ্যাগত মান সংরক্ষণ করার জন্য এই টাইপ ব্যবহার করা হয়। পূর্ণসংখ্যা 32 বিট বা 64 বিট আপনার সার্ভারের উপর নির্ভর করে হতে পারে।

৩। বুলিয়ানঃ এই ধরনের টাইপ একটি বুলিয়ান (সত্য / মিথ্যা ) সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।

৪। ডাবলঃ এই ধরনের টাইপ ফ্লোটিং পয়েন্ট মান ধারণ করার জন্য ব্যবহৃত হয়।

৫। মিন/মেক্স কীঃ এই ধরনের টাইপ সর্বনিম্ন মানের বিরুদ্ধে একটি মানকে এবং সর্বোচ্চ BSON উপাদানকে তুলনা করতে ব্যবহৃত হয়।

৬। অ্যারেঃ এই ধরনের টাইপ অ্যারে বা লিস্ট বা একাধিক মান একটা key এর মধ্যে ধারণ করার জন্য ব্যবহৃত হয়।

৭। টাইমস্ট্যাম্পঃ যখন একটি ডকুমেন্ট পরিবর্তন বা যোগ করা হয় তখন এটি রেকর্ডিং এর জন্য সুবিধাজনক ।

৮। অবজেক্টঃ এই ডেটাটাইপ এমবেডেড ডকুমেন্ট এর জন্য ব্যবহৃত হয়।

৯। নালঃ এই ধরনের টাইপ একটি নাল মান ধারণ করার জন্য ব্যবহার করা হয়।

১০। সিম্বল বা প্রতীকঃ এই ডেটাটাইপ অনুরূপভাবে একটি স্ট্রিং এ ব্যবহার করা হয় কিন্তু, এটা সাধারণত এমন ভাষার জন্য সংরক্ষিত আছে যা একটি নির্দিষ্ট প্রতীক টাইপ ব্যবহার করে।

১১। ডেট বা তারিখঃ এই ডেটাটাইপ ইউনিক্স সময় বিন্যাসে বর্তমান তারিখ বা সময় সংরক্ষণে ব্যবহৃত হয়। তারিখের অবজেক্ট তৈরি করে এবং তাতে দিন , মাস, বছর দিয়ে আপনার নিজের তারিখ ও সময় নির্দিষ্ট করতে পারেন।

১২। অবজেক্ট আইডিঃ এই ডেটাটাইপ ডকুমেন্ট আইডি সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।

১৩। বাইনারি ডেটাঃ এই ডেটাটাইপ বাইনারি তথ্য সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।

১৪। কোডঃ এই ডেটাটাইপ ডকুমেন্টে জাভাস্ক্রিপ্ট কোড সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।

১৫। রেগুলার এক্সপ্রেশনঃ এই ডেটাটাইপ রেগুলার এক্সপ্রেশন সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%ae%e0%a6%82%e0%a6%97%e0%a7%8b%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%aamongodb-datatypes/