বুটস্ট্র্যাপ গ্রিড – স্ট্যাকড-টু-হরাইজন্টাল (Bootstrap Grid – Stacked-to-horizontal)

শেখ মাহফুজুর রহমান

 

বুটস্ট্র্যাপ গ্রিডের উদাহরণঃ স্ট্যাকড থেকে হরাইজন্টাল

আমরা একটি সাধারণ গ্রিড সিস্টেম তৈরি করবো যা মোবাইল/টেবলেট-এ স্ট্যাকড বা স্তুপাকারে (একটির উপর আরেকটি) দেখাবে, কিন্তু মাঝারী/বড় ডিভাইস যেমন ডেস্কটপে হরাইজন্টাল হয়ে যাবে।

নিচের উদাহরণটি একটি খুবই সাধারণ "stacked-to-horizontal" লেআউট তৈরি করেঃ

উদাহরণঃ Stacked-to-horizontal


<div class="container">
  <h1>Hello World!</h1>
  <div class="row">
    <div class="col-sm-6" style="background-color:lavender;">
      <p>Lorem ipsum...</p>
    </div>
    <div class="col-sm-6" style="background-color:lavenderblush;">
      <p>Sed ut perspiciatis...</p>
    </div>
  </div>
</div>

ফলাফল : Stacked-to-horizontal

টিপসঃ .col-sm-* ক্লাসের নাম্বারগুলো কতটি column এ div টি প্রসারিত হবে তা নির্দেশ করে (১২টির মধ্যে)। তাই, .col-sm-1 এক কলাম পর্যন্ত প্রসারিত হয়, .col-sm-4 চার কলাম পর্যন্ত প্রসারিত হয়, .col-sm-6 ছয় কলাম পর্যন্ত প্রসারিত হয় ইত্যাদি।

নোটঃ নিশ্চিত করতে হবে যেন মোট কলাম সংখ্যা ১২ এর মধ্যে থাকে।

টিপসঃ ক্লাস .container কে .container-fluid তে পরিবর্তন করে আপনি যেকোন ফিক্সড-উইডথ লেআউটকে ফুল-উইডথ লেআউটে পরিবর্তন করতে পারবেনঃ

উদাহরণঃ Fluid container


<div class="container-fluid">
  <h1>Hello World!</h1>
  <div class="row">
    <div class="col-sm-6" style="background-color:lavender;">
      <p>Lorem ipsum...</p>
    </div>
    <div class="col-sm-6" style="background-color:lavenderblush;">
      <p>Sed ut perspiciatis...</p>
    </div>
  </div>
</div>

ফলাফল : Fluid container

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%9f%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a1-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f/