জেকোয়েরি দিয়ে মোবাইল ফরমের মেনু সিলেকশন তৈরি ।

জেকোয়েরি দিয়ে মোবাইল ফরমের মেনু সিলেকশন তৈরি ।
লেখকঃ মোস্তাফিজুর ফিরোজ ।

জেকোয়েরি দিয়ে কিন্তু সব কিছুই করা যায় । যদি আপনি জেকোয়েরি ভাল করে বুঝতে পারেন এবং আপনি সেটাকে নিজের মত করে ব্যবহার করতে পারেন । আজ আমি আপনাদের জেকোয়েরি দিয়ে মোবাইল ফরমের মেনু সিলেকশন তৈরি করা শিখাবো ।

জেকোয়েরি মোবাইলের মেনু সিলেকশন
আপনি দেখবেন আইফোনে মেনু সিলেক্ট করতে গেলে যেমন দেখায় অ্যান্ড্রয়েড ফোনে সিলেক্ট করতে গেলে আরেক রকম দেখায় । এটা আলাদা দেখায় কারণ তারা আলাদা আলাদা জেকোয়েরি এর সেটিংস করে রেখেছে ।
আসুন তাহলে আমরাও এমন একটা ড্রপ-ডাউন লিস্ট তৈরি করি ।

<form method="post" action="demoform.asp">
<fieldset class="ui-field-contain">
<label for="day">Select Day</label>
<select name="day" id="day">
<option value="mon">Monday</option>
<option value="tue">Tuesday</option>
<option value="wed">Wednesday</option>
</select>
</fieldset>
</form>

এখানে <select> element দিয়ে কতগুলো অপশন রাখা হয়েছে সিলেক্ট করার জন্য । আর <option> elements গুলো অপশন গুলো ড্রপ-ডাউন আকারে দেখাতে সাহায্য করছে ।

যদি আপনার অপশন লিস্ট অনেক বড় হয় তাহলে নিচের মত করে <optgroup> element যোগ করে আরো অপশন হিসেবে যোগ করতে পারেন ।
<select name="day" id="day">
<optgroup label="Weekdays">
<option value="mon">Monday</option>
<option value="tue">Tuesday</option>
<option value="wed">Wednesday</option>
</optgroup>
<optgroup label="Weekends">
<option value="sat">Saturday</option>
<option value="sun">Sunday</option>
</optgroup>
</select>

নিজের মত করে মেনু সিলেকশন
আমি আগেই বলেছি আইফোন আর এন্ড্রয়েডের আলাদা আলাদা মেনু সিলেকশনের কথা । আপনি আইলেই কিন্তু সব মোবাইলে নিজের মত করে একই রকম মেনু সিকশন দেখাতে পারেন । এজন্য আপনাকে data-native-menu="false" attribute যোগ করত হবে নিচের মত করে ।
<select name="day" id="day" data-native-menu="false">

একাধিক মেনু সিলেকশন
আমরা দেখি আমাদের অ্যালার্ম ক্লকে একাধিক বারের জন্য অ্যালার্ম সিলেক্ট করার অপশন থাকে । এটা করার জন্য আপনাকে <select> element এর ভিতর নিচের মত করে multiple অপশনটা যোগ করে দিতে হবে ।
<select name="day" id="day" multiple data-native-menu="false">

তাহলে এই কয়টা অপশন যোগ করার নিয়ম জানলেই আপনি খুব সহজেই জেকোয়েরি দিয়ে মোবাইল ফরমের মেনু সিলেকশন তৈরি করা শিখতে পারবেন । এটার মত সহজ জিনিস আর কিছু নাই । যত শিখবেন তত মজা পাবেন । তবুও কোথাও জটিল মনে হলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%9c%e0%a7%87%e0%a6%95%e0%a7%8b%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%b0%e0%a6%ae/