জাভা সম্পর্কে প্রাথমিক তথ্যসমূহ

জাভা সম্পর্কে প্রাথমিক তথ্যসমূহ

মৃত্যুঞ্জয় বিশ্বাস (mrityunjoy.suvra13@gmail.com)

জাভা একটি শক্তিশালী প্রোগ্রাম ল্যাঙ্গুএজ। এটি ক্রস প্লাটফর্মকে সাপর্ট করে। সান মাইক্রোসিষ্টেম ৯০ এর দশকের শুরুর দিকে এটি তৈরি করে। এটি পৃথিবীর যেকোন অপারেটিং সিষ্টেমে রান করার ক্ষমতা রাখে। এটির ইউজার ইন্টারফেজ ব্যবহারকারীদের জন্য যথেষ্ঠ মনানসই। তবে এর ব্যবহারকারীদের সি প্রোগ্রামিং সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হয়। জাভা জনপ্রিয়তার অন্যতম কারনগুলো হলো-
১) পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মোবাইল প্লাটফর্ম আন্ড্রয়েড জাভা সাপর্টেড।
২) ৩০ কোটির বেশী ডিভাইসে জাভা চলে।
৩) ক্রস প্লাটফর্ম হওয়ার কারনে যে কোন ডিভাইসে এটি চালান যায়।
জাভা ব্যবহার করার জন্য ব্যবহারকারীদের অবশ্যই জাভা ডেভলপমেন্ট কিট থাকতে হবে।
সাধারণ ডাটা টাইপ:
লংগার টাইপ
বাইট ৮ বিট
সর্ট ১৬ বিট
আইএনটি ৩২বিট
লং ৬৪বিট

ফ্লোটিং পয়েন্ট টাইপ:
ফ্লোট ৩২বিট
ডাবল ৬৪বিট

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a4/