গুগল ম্যাপের প্রকার (Google Maps Types)

গুগল ম্যাপের প্রকার
Sheikh Mahfuzur Rahman

একটি হাইব্রিড(HYBRID) গুগল ম্যাপঃ

গুগল ম্যাপ - প্রাথমিক প্রকারের কিছু ম্যাপ

গুগল ম্যাপ এপিআই নিচের ম্যাপের প্রকারগুলোকে সাপোর্ট করেঃ
ROADMAP (সাধারণ, টু'ডি ম্যাপ)
SATELLITE (ফটোগ্রাফিক ম্যাপ - ম্যাপটি তোলা ছবি থেকে তৈরি করা হয়েছে)
HYBRID (ফটোগ্রাফিক + রাস্তা ও শহরের নাম)
TERRAIN (পর্বত, নদী ইত্যাদি সহ ম্যাপ)।
ম্যাপের প্রকার হয় mapTypeId প্রপার্টি'র মাধ্যমে ম্যাপ প্রপার্টি অবজেক্টের ভিতরে নির্দিষ্ট করা হয়ঃ

var mapProp = {
center:new google.maps.LatLng(51.508742,-0.120850),
zoom:7,
mapTypeId: google.maps.MapTypeId.HYBRID
};

অথবা ম্যাপের setMapTypeId() মেথডকে কল করে করা হয়ঃ

map.setMapTypeId(google.maps.MapTypeId.HYBRID);

গুগল ম্যাপ - ৪৫ ডিগ্রি পার্সপেক্টিভ ভিউ

SATELLITE এবং HYBRID ম্যাপ হাই জুম লেভেলে কিছু কিছু অঞ্চলের জন্য একটি ৪৫ডিগ্রি ইমেজারি(যেখানে ঐ এলাকার রাস্তা, বাড়িঘরের ছবি থাকে) ভিউকে সাপোর্ট করে। আপনি যদি ৪৫ডিগ্রি ইমেজারি ভিউতে একটি এলাকাকে জুম করেন, ম্যাপ সয়ংক্রিয়ভাবে পার্স্পেকটিভ ভিউকে উল্টে দেবে। সেই সাথে, ম্যাপটি নিচের জিনিসগুলোকে যোগ করবেঃ
প্যান কন্ট্রোলের কাছে একটি কম্পাস, আপনার ছবি রোটেট বা ঘুরাতে সাহাজ্য করবে।
প্যান ও জুম কন্ট্রোলের মাঝখানে একটি রোটেট কন্ট্রোল, ইমেজকে ৯০ডিগ্রি পর্যন্ত ঘুরাতে দেয়।
স্যাটেলাইট কন্ট্রোল/লেবেলের নিচে ৪৫ডিগ্রি পার্সপেক্টিভ ভিউকে দেখানোর জন্য একটি টগল কন্ট্রোল

লক্ষ্যণীয়ঃ ৪৫ডিগ্রি ইমেজারি'র ম্যাপ থেকে জুম আউট করলে উপরের পরিবর্তনগুলো আর থাকবেনা এবং আসল ম্যাপটি দেখানো হবে।

নিচের উদাহরণটি ইটালির ভেনিসের পালাজ্জো ডুকালের একটি ৪৫ডিগ্রি পার্স্পেক্টিভ ভিউ দেখায়ঃ

var mapProp = {
center:myCenter,
zoom:18,
mapTypeId:google.maps.MapTypeId.HYBRID
};

টিপসঃ গুগল নতুন নতুন এলাকার জন্য ৪৫ডিগ্রি ইমেজারি ভিউ যোগ করছে। এখানে গুগল ম্যাপের ৪৫ডিগ্রি ইমেজারি'র তালিকাটি দেখে নিন।

গুগল ম্যাপ - ৪৫ডিগ্রি পার্সপেক্টিভ ভিউকে বাদ দেয়া

ম্যাপ অবজেক্টে etTilt(0) কে কল করে আপনি ৪৫ডিগ্রি ইমেজারি ভিউকে বাদ দিয়ে দিতে পারেনঃ

map.setTilt(0);

টিপসঃ পরবর্তীতে ৪৫ডিগ্রি পার্স্পেক্টিভ ভিউকে কার্যকর করতে setTilt(45) কে কল করুন।

 

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%97%e0%a6%b2-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-google-maps-types/