গুগল ম্যাপস এপিআই টিউটোরিয়াল (Google Maps API Tutorial)

গুগল ম্যাপ কি?

গুগল ম্যাপ হলো গুগল কর্তৃক প্রচলিত ডেস্কটপ এবং মোবাইল ওয়েবের জন্য একটি ম্যাপিং অ্যাপ্লিকেশন এবং প্রযুক্তি সেবা যা স্যাটেলাইট থেকে তোলা ছবি, রাস্তার ম্যাপ এবং স্ট্রিট ভিউ পার্সপেক্টিভ এর সাথে সাথে গাড়ি, বাইসাইকেল এবং পায়ে হেটে চলা অথবা জনপরিবহণের উপযোগী রুট প্ল্যান (যাতায়াতের পথ) সরবরাহ করে।

গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার ওয়েব সাইটে ম্যাপ দেখাতে পারবেন।

গুগল ম্যাপ এপিআই

এই টিউটোরিয়ালটিতে গুগল ম্যাপ API ( Application Programming Interface ) সম্পর্কে এবং ওয়েব সাইটে গুগল ম্যাপ যোগ করার ব্যাপারে আলোচনা করা হবে। গুগল ম্যাপ এপিআই আপনাকে ম্যাপকে কাস্টমাইজ এবং এটিতে তথ্য যোগ করতে দেয়। এখানে, একটি API হলো কতগুলো পদ্ধতি বা টুলের সমাহার যা সফটওয়্যার অ্যাপ্লিকেশন তৈরি করতে ব্যবহৃত হয়। গুগল ম্যাপ এপিআই এর মাধ্যমে ওয়েব ডেভলাপাররা বিভিন্ন পদ্ধতিতে ওয়েব পেজে ম্যাপ এমবেড বা যুক্ত করতে পারেন। বর্তমানে বিভিন্ন ধরণের ম্যাপ এপিআই প্রচলিত রয়েছে। এই টিউটোরিয়ালে সেগুলো সম্পর্কে আলোচনা করা হবে।

 

Go here to see a Google Maps of Dhaka, Bangladesh

https://www.google.ca/maps/place/Dhaka,+Bangladesh/@23.7806364,90.4193257,11z/data=!3m1!4b1!4m2!3m1!1s0x3755b8b087026b81:0x8fa563bbdd5904c2

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%97%e0%a6%b2-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a6%b8-%e0%a6%8f%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%86%e0%a6%87-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0/