এইচটি এম এল এর শিরোনাম (HTML Headings)

HTML Headings

Writer : Tamim Ikbal

HTML Heading কি এটা কিভাবে HTML এ কাজ করে ?

১। HTML Heading কি?
উত্তর: আমরা যারা মাইক্রোসফট অফিস ব্যবহার করে থাকি তারা উপরের বারে প্রায়ই হেডিং(Heading) নামে একটা অপশন দেখি। এখন এই হেডিংটা আসলে কি? হেডিং এর কাজ লেখাকে একটি নির্দিষ্ট আকৃতি(Size) দেওয়া। এজন্য অনেকগুলো হেডিং(Heading) ব্যবহার করা হয়। যেমন:
Heading 1
Heading 2
Heading 3
Heading 4
Heading 5
Heading 6
২। HTML Heading কি কাজে ব্যবহার করা হয়?

এটি লেখার সৌন্দর্য বৃদ্ধির জন্য অর্থাৎ শিরোনাম থেকে বর্ণনাকে বা বর্ণনা থেকে শিরোনামকে আলাদাভাবে দেখানো জন্য ব্যবহার করা হয়।

HTML এ এটি কিভাবে লিখলে এটি আউটপুট প্রদর্শন করে ?
প্রথমে নোটপ্যাড++ ওপেন করে নিচের কোডটি টাইপ করুন .

<html>
<head>
<title>your website name</title>
</head>
<body>
<h1>This is Heading one</h1>
<h2>This is Heading two</h2>
<h3>This is Heading three</h3>
<h4>This is Heading four</h4>
<h5>This is Heading five</h5>
<h6>This is Heading six</h6>
</body>
</html>

এরপর এটি যেকোন নামে অথবা heading.html নামে সেভ(save) করুন।
এরপর সেভ করা ফাইলটিতে ডাবল ক্লীক করার পর আউটপুট হিসেবে আপনার ব্রাউজার আপনাকে যা দেখাবে তা নিম্নে দেওয়া হল:
This is Heading one

This is Heading two

This is Heading three

This is Heading four

This is Heading five

This is Heading six

আপনার ফাইল টি যখন সেভ করে কোন ওয়েব ব্রাউজার এ রান করাবেন তখন ওপরের মতো দেখতে পাবেন ।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ae-%e0%a6%8f%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae-html-headings/